আজকাল ওয়েবডেস্ক: পারথে ভারতের জয়ের অন্যতম কান্ডারী যশস্বী জয়েসওয়াল এবং যশপ্রীত বুমরা। পাঁচ উইকেট নিয়ে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভারতীয় পেসার। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বড় রানে জয় নিশ্চিত করেন বাঁ হাতি ওপেনার। দুই ভারতীয় তারকার প্রশংসায় পঞ্চমুখ গ্লেন ম্যাক্সওয়েল। দু'জনকেই প্রজন্মের বিরল প্রতিভার অ্যাখ্যা দেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন যশস্বী। সেই সেটব্যাক কাটিয়ে দুরন্ত কামব্যাক। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই শতরান। অস্ট্রেলিয়ান তারকার দাবি, টেস্টে ৪০ বা তারও বেশি সেঞ্চুরি করবেন যশস্বী। একটি পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, 'যশস্বী এমন একজন ক্রিকেটার যে টেস্টে ৪০ বা তারও বেশি শতরান করবে। অন্য রেকর্ড গড়বে। বিভিন্ন পরিস্থিতি এবং পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে ওর। পরের কয়েকটা টেস্টে ওকে আটকানোর রাস্তা খুঁজে বের করতে না পারলে অস্ট্রেলিয়ার জন্য সমস্যা হবে। ও এমন প্রচুর শট খেলেছে যেটা হাইলাইটের প্যাকেজে থাকবে। তাছাড়াও যে বলগুলো ছেড়েছে, ওর ফুটওয়ার্ক দেখার মতো। খুব বেশি দুর্বলতা নেই। শর্ট বল ভাল খেলে। ড্রাইভ ভাল। স্পিন দারুণ খেলে। চাপ শুষে নিতে পারে।'
যশস্বীর পাশাপাশি বুমরারও ভূয়সী প্রশংসা করেন ম্যাক্সওয়েল। তিনি মনে করেন, সর্বকালের সেরা ফাস্ট বোলার হওয়ার ক্ষমতা আছে বুমরার। ম্যাক্সওয়েল বলেন, 'আমি এটা আগেও বলেছি। বুমরা সর্বকালের সেরা ফাস্ট বোলার হতে চলেছে। প্রত্যেক ফরম্যাটে উইকেট সংখ্যার জন্য নয়, ওর বিরুদ্ধে যারা খেলেছে বুঝতে পারবে। ওকে খেলা খুব কঠিন। ওর বৈশিষ্ট আলাদা। আউটসাইড, ইনসাইড এজে পরাস্ত করতে পারে। পাশাপাশি স্লোয়ারও ভাল। ও পরিপূর্ণ প্যাকেজ। ভারতের দু'জন প্রতিভাবান ক্রিকেটার ফর্মের শীর্ষে আছে। একজন বুমরা, অন্যজন যশস্বী।' অজি তারকার দাবি, এই দু'জন গোটা সিরিজেই অস্ট্রেলিয়ানদের সমস্যায় ফেলবে।
